কিউআইও আবেদন গ্রহণ শেষ আজ
পুঁজিবাজারে প্রথম এসএমই কোম্পানি হিসাবে
নিয়াকো অ্যালুস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ আজ ২০ মে,
বৃহস্পতিবার শেষ হবে। এর আগে কোম্পানিটি গত ১৬ মে, রোববার আবেদন গ্রহণ শুরু করেছিল।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) নিয়াকো অ্যালুস লিমিটেডকে এসএমই
সেক্টরে দীর্ঘমেয়াদী অর্থায়নের লক্ষ্যে অনুমোদন দিয়েছে।
বিএসইসির সূত্র জানায়, নিয়াকো অ্যালুস
১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে সাড়ে ৭ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে। কোয়ালিফাইড
ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি যোগ্য
বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে। সংগ্রহ করা টাকা দিয়ে কোম্পানিটি ভূমি
উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ সেপ্টেম্বর,২০২০ সময় অনুযায়ী কোম্পানিটির
শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলো ৯১ পয়সা। এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি)
ছিল ১২ টাকা ৪৩ পয়সা।
জানা গেছে, কোম্পাইটি নিকেল অ্যালমুনিয়াম
কপার তৈরি করে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ
করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।