তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ডেসকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই (ডেসকো) লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৩ পয়সা। সে হিসাবে কোম্পানির আয় কমেছে।

 

হিসাব বছরের ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩৭ পয়সা। নয় মাসেও আয় কমেছে।

 

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা ৪২ পয়সা।