নতুন করে ঘুরে দাঁড়াতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব

২০০৯ সালে সর্বশেষ ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এরপর দীর্ঘ এক যুগ আর কোনো সাফল্য নেই সাদা-কালোর শিবিরের। এবার নতুন করে ঘুরে দাঁড়াতে চায় দলটি। অতীতের ব্যর্থতা ভুলে শিরোপা জিততে চায় তারা।

 

ঢাকা প্রিময়ার ক্রিকেট লিগে সাকিব আল হাসানকে দলে নিয়ে এবার ভালো কিছুর স্বপ্ন দেখছে মোহামেডন। ক্রিকেট কমিটির পরিচিতি সভায় এমন মন্তব্য করেছেন দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

 

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদ উদ জামান দলের সাফল্যে আশাবাদী, বিগত কয়েক বছর শিরোপার ধারে কাছেও যেতে পারিনি আমরা। আমাদের পরিকল্পনায় ভুল ছিল বলেই সাফল্য পাইনি। এবার আশাকরি সাফল্য আসবে।

 

পরিচালক হানিফ ভুঁইয়া বলেন, ক্লাবের নতুন চেয়ারম্যানের নেতৃত্বে আমরা চেষ্টা করছি ভালো কিছু করতে। প্রত্যেক সদস্য কাজ করে যাচ্ছেন।   

 

শামসুর রহমান শুভ, নাদিফ চৌধুরী ও তাসকিন আহমেদের নিয়ে দলটি নেহাত খারাপ নয়। দলে আছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে ঘিরে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে তারা।

 

সাকিবকে নিয়ে গড়া এই দলটি শিরোপার স্বপ্ন দেখতেই পারে। যদি হয় টি-টোয়েন্টি, তাহলে অনেক কিছুই হতে পারে।