সূচকের পতনে চলছে লেদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ১ ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।

 

এ সময় লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, দর কমেছে ২৪৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকা।

 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৬৮ পয়েন্টে।

 

এ সময় লেনদেন হওয়া ২০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, দর কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকা।