শেয়ার দর বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্সের
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর
বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা
গেছে।
তথ্য মতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি
পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৫৪১ বারে ৪ লাখ ৪৩ হাজার ৭৫২ টি শেয়ার লেনদেন
করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এনআরবি কমার্শিয়াল
ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৭৭৮ বারে ২৬ লাখ ৪৬ হাজার
৭৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ব্যাংকের
দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১৩ বারে ২ কোটি ২৫ লাখ ১৪
হাজার ১২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৩ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-
সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৬৯ শতাংশ, মেঘনা লাইফের ৭ দশমিক ৫৮ শতাংশ, জিকিউ বলপেনের
৭ দশমিক ২৬ শতাংশ, প্রাইম লাইফের ৭ দশমিক ০১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬ দশমিক
৮৮ শতাংশ, স্টান্ডার্ড ব্যাংকের ৬ দশমিক ৮১ শতাংশ ও রূপালী লাইফের ৬ দশমিক ৬৮ শতাংশ
দর বেড়েছে।