শেয়ার দর বেড়েছে অ্যাডভেন্ট ফার্মার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, রোববার কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১২ বারে ৫১ লাখ ৭৬ হাজার ৮৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা।

 

তালিকায় ২য় স্থানে থাকা নুরানী ডাইংয়ের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭৭৯ বারে ২১ লাখ ৬৯ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

 

তালিকার ৩য় স্থানে থাকা সুহৃদের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৬৫ বারে ১০ লাখ ৬০ হাজার ৬৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

 

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯৭ শতাংশ, মিরাকলের ৯ দশমিক ৯৩ শতাংশ, জেনেক্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, কেয়া কসমেটিকসের ৯ দশমিক ৮৩ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৯ দশমিক ৭৯ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৬৯ শতাংশ ও রিংশাইনের শেয়ার দর ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।