আয় কমেছে বিডি সার্ভিসেস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি২১-মার্চ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি২১-মার্চ২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৭৯ পয়সা আয় হয়েছিল।

 

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই২০-মার্চ২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮.৩৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল।

 

৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ২৬ পয়সা।