গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স জমি বিক্রি করবে
পুঁজিবাজারে
তালিকাভুক্ত কোম্পানি গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ জমি বিক্রির সিদ্ধান্ত
নিয়েছে। কোম্পানিটি ১০ কাঠা জমি বিক্রি করবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে,
কোম্পানিটি ঢাকার আফতাব নগরে প্লট এম১৭ এবং এম১৯, সেক্টর-২, জহুরুল ইসলাম এভিনিউয়ে
সাড়ে ৬ কোটি টাকার জমি বেচবে।
গ্রীণডেল্টা
ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমি বেচতে পারবে।
উল্লেখ্য, চলতি
হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১)
সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে
১ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৯৮ পয়সা।