দর বৃদ্ধির কারণ খুজেঁ পায়নি ৮ বীমা কোম্পানির
শেয়ারবাজারে
তালিকাভুক্ত ৮টি বীমা কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুজেঁ পায়নি দেশের প্রধান শেয়ারবাজার
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গত সপ্তাহে কোম্পানিগুলোর দর বৃদ্ধির কারণ
অনুসন্ধানে নেমে এমনটি হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো
হচ্ছে: সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড
ইনস্যুরেন্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্স।
সূত্র
মতে, বিমা কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছিল। যার কারণ খুজঁতে অনুসন্ধান
করে ডিএসই। এরই ধারাবাহিকতায় কোম্পানিগুলোর কাছে কারন জানতে চায়। তবে সবগুলো কোম্পানির
পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো রকম
মূল্য সংবেদনশীল তথ্য নেই।
এরমধ্যে
সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী
লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে গত ৫ মে জানানো হয়েছে। আর মার্কেন্টাইল ইন্স্যুরেন্স,
পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের পক্ষ থেকে
জানানো হয়েছে ৩ মে।