তথ্য ছাড়াই মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি
পুঁজিবাজারে
তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর কোনো কারণ ছাড়াই বাড়ছে। ঢাকা স্টক
এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
তথ্য মতে,
কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে
নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য
সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর এভাবে বাড়ছে। তারা আরও জানায়, কোম্পানিটির কাছে
এমন কোনো তথ্য নেই যাতে দর বাড়তে পারে।
উল্লেখ্য,
গত ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল সাত দশমিক ৯০ টাকায়। আর ৬ মে দর বেড়ে দাঁড়ায়
১২.১০ টাকায়। অর্থাৎ, এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর চার দশমিক ২০ টাকা বা ৫৩
শতাংশ বেড়েছে।