স্কয়ার টেক্সটাইলের ৫৫ শতাংশ মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই২০-মার্চ২১) শেয়ারপ্রতি মুনাফা ৫৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য অনুযায়ী, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই২০-মার্চ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.১৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৬৫ টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে।

 

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৭০ টাকা বা ২০০ শতাংশ বেড়েছে।

 

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.১৩ টাকায়।