আশিকুর রহমান ডিএসইর সিআরও পদে নিয়োগ পাচ্ছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে নিয়োগ পাচ্ছে আশিকুর রহমান। ডিএসই পরিচালনা পর্ষদ তাকে চূড়ান্ত মনোনীতি করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকট অনুমোদনের জন্য পাঠিয়েছে। কমিশন অনুমোদন দিলেই তার নিয়োগ চূড়ান্ত হবে বলে ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, আশিকুর রহমান এর আগে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এমডি পদে নিয়োগ না পেয়ে তিনি সিআরও পদে আবেদন করেন। আর এতে ডিএসইর পর্ষদ আশিকুর রহমানকে চূড়ান্ত মনোনীতি করে বিএসইসিতে অনুমোদনের জন্য পাঠায়।

 

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর সিআরও পদে ১৪ জন আবেদন করেন। এর মধ্যে নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি (এনআরসি) যাচাই বাছাইয়ের পর একটি তালিকা ডিএসইর পরিচালনা পর্ষদে পাঠায়। ডিএসইর পরিচালনা পর্ষদ গত ৪ মে সভায় সিআরও পদে আশিকুর রহমানকে চূড়ান্ত মনোনীত করে। দুদিন পরই তা কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। যা বিএসইসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিশনের অনুমোদন পেলেই তিনি সিআরও পদে যোগদান করবেন।