লভ্যাংশ দেবে ডেল্টা ব্র্যাক হাউজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের
কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ২০২০ সালের
সমাপ্ত বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস) ঘোষণা করেছিল।
কোম্পানিটির শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করেছে।
সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত
২৫তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা লভ্যাংশ প্রদানের এ প্রস্তাব অনুমোদন দেয়।
কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য এটাই বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০-এর জন্য অনুমোদিত
সর্বোচ্চ ডিভিডেন্ড প্রদানের সীমা।
কোম্পানির চেয়ারম্যান নাসির এ চৌধুরী
ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত ডিবিএইচের এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় ড. এএমআর চৌধুরী, ভাইস চেয়ারম্যান
ও পরিচালকদের মধ্যে মেহেরীন হাসান, মুজিবর রহমান, মঈন উদ্দিন আহমেদ, এম আনিসুল হক,
মোহাম্মদ আনিসুর রহমান, মিসেস রাশেদাকে চৌধুরী, মেজর জেনারেল সাইয়িদ আহমেদ (অব.),
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন এবং সাধারণ শেয়ারহোল্ডাররা
অংশ নেন।
সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাব
দিতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন ক্রেডিট রেটিং এ টানা ১৫ বার ‘ট্রিপল-এ’ অর্জনের কথা
উল্লেখ করেন।
তিনি বলেন, এ অর্জন আর্থিক খাতে ডিবিএইচকে
অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। গৃহ ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিবিএইচ
পরিচালন মুনাফায় ২০২০ সালে আগের বছরের চেয়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। খেলাপি
ঋণের পরিমাণ মোট ঋণের শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৪১ শতাংশ হয়েছে।
তারপরও কভিড পরিস্থিতি বিবেচনা করে ডিবিএইচ ১৫ কোটি টাকা অতিরিক্ত প্রভিশন করেছে। তা
সত্ত্বেও ডিবিএইচ শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ লভ্যাংশ প্রস্তাব করেছে।
কোম্পানিটির চেয়ারম্যান নাসির এ চৌধুরী
পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। আর্থিক প্রতিবেদন উপস্থাপন
করতে গিয়ে তিনি বলেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্তবছরে কোম্পানির করপরবর্তী
মুনাফা দাঁড়ায় ৮৯ কোটি টাকায়। এই সময়ে কোম্পানির মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে
হয় পাঁচ হাজার ৮৬০ কোটি টাকা এবং ব্যবস্থাপনাধীন তহবিলের পরিমাণ দাঁড়ায় আট হাজার
৬৫৭ কোটি টাকা।