এমবিএল ফার্স্ট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত কোম্পানি এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ১১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি বোর্ড।  ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, ইউনিটহোল্ডার নির্বাচনের লক্ষ্যে মিউচ্যুয়াল ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

 

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৯৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান ছিল ০.৯৭ টাকা।

 

আর ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে ফান্ডটির বাজার দর অনুযায়ী ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১.৮৯ টাকা। আগের হিসেব বছরের একই সময়ে ফান্ডটির এনএভিপিইউ ছিল ৯.২২ টাকা।