বিশেষ ফান্ডের খসড়া অনুমোদন করেছে বিএসইসি

পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ ফান্ড গঠন করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার ( ৫ মে ) বিএসইসির নিয়মিত ৭৭২তম কমিশন সভায় এর অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, কমিশন সভায় Bangladesh Securities and Exchange Commission ( Capital Market Stabilization Fund ) Rules , 2021 এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর আগে আইনটি করার জন্য জনমত যাচাই করা হয়েছে। শীঘ্রই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।