ভারত থেকে দেশে ৫০ হাজার টন চাল আসছে

ভারত থেকে প্রথমবারের মতো রেলপথে বাংলাদেশে চাল আমদানি শুরু হচ্ছে। সেজন্য একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে দেশে প্রথমবারের মতো রেলপথে চাল আসবে। চাল আমদানির সময় ও ব্যয় কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বুধবার (৫ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় (ভার্চুয়ালি) এ অনুমোদন দেওয়া হয়। সভায় ১৪টি প্রস্তাব উত্থাপন করা হলে ৯টি অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছর প্রায় শেষ পর্যায়ে হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চারটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি বলে সভা শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।

 

তিনি জানান, দেশে প্রথমবারের মতো রেলপথে চাল আমদানি হচ্ছে। সেজন্য আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের মেসার্স সবিক এক্সপোর্ট লিমিটেড থেকে ১৬৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকায় এ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

এসব চাল ভারতের কলকাতা চত্তিশগড় থেকে ট্রেনভর্তি হয়ে বাংলাদেশের বেনাপোল, দর্শনা ও রহনপুর স্থলবন্দর দিয়ে আসবে। হঠাৎ রেলপথ দিয়ে কেন চাল আমদানির সিদ্ধান্ত? জবাবে শাহিদা আক্তার বলেন, খাদ্য সচিব তাদের জানিয়েছেন, রেলপথে চাল আনলে সময় ও ব্যয় দুটি কমবে। তাই ট্রায়াল হিসেবে প্রথমবারের মতো এ অনুমতি দেওয়া হয়েছে।

 

এছাড়া পেট্রোবাংলা কর্তৃক ১৩তম এলএনজি হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি যুক্তরাষ্ট্রের এক্সসেলারেট এনার্জি থেকে সর্বমোট ৩১৮ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৩৪৩ টাকায় এবং পেট্রোবাংলা কর্তৃক ১৪তম এলএনজি হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি যুক্তরাষ্ট্রের একই কোম্পানি থেকে সর্বমোট ২৯৮ কোটি ২২ লাখ ২২ হাজার ৭৯ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বেলারুশ থেকে ৪৪৭ কোটি ৮২ লাখ ৭৫ হাজার ১৭০ টাকায় এক লাখ ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার এবং তিউনিসিয়া থেকে ৭২৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকায় এক লাখ ৫০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের আওতায় ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোকেশনাল শিক্ষা সরঞ্জাম বিতরণের জন্য লট-২, ৩, এবং ৪ এর আওতায় যন্ত্রপাতি তিনটি লটে সর্বমোট ৭৩ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক দেশের ১৬০টি উপেজেলা আইসিটি ট্রেনিং সেন্টার এবং রিসোর্স নির্মাণের দ্বিতীয় ধাপ প্রকল্পের পূর্ত কাজ, যন্ত্রপাতি/সরঞ্জামাদি ও সেবা কার্যক্রম কোরিয়ার তাইহান কনজুরিয়াম থেকে ৪৬০ কোটি পাঁচ হাজার ৭৬৬ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

 

শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।