৯০ শতাংশ বীমা কোম্পানির দর কমেছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে
অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ২৮.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন
শেয়ার দর কমে ডিএসইর টপটেন লুজার তালিকার ৯০ শতাংশ বীমা কোম্পানির দখলে চলে গেছে। ডিএসই
সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (০৪ মে) টপটেন লুজারের
৯টি বা ৯০ শতাংশ কোম্পানি বীমা খাতের। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে
ঢাকা ইন্স্যুরেন্সের। আজ এই কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ৭.৮৯ শতাংশ কমেছে। এর
মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা বীমা
খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.৮৪ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের
৬.২০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.০৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৮৫
শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৫.৫৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৪৯ শতাংশ,
তাকাফুল ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.২৬
শতাংশ কমেছে।
এছাড়া শ্যামপুর সুগারের শেয়ার দর ৫.৭১
শতাংশ কমে টপটেন লুজার তালিকায় স্থান করে নিয়েছে।