টপটেন লুজারে ঢাকা ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার
টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর
৬ টাকা ৮০ পয়সা বা ৭.৯০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার কোম্পানিটি সর্বশেষ
৭৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১ বারে ১৩ লাখ ৪৮ হাজার ৯৪৬টি
শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অগ্রণী
ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৮৫ শতাংশ কমেছে।
ফনিক্স ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয়
স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩ দশমিক ৬০ পয়সা বা ৬.২১ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স,
শ্যামপুর সুগার মিলস, নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তাকাফুল
ইসলামী ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।