এক ঘণ্টায় বেড়েছে ৫৫ সূচক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ১ ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, বুধবার (৫ মে) বেলা ১১টায় ডিএসই
ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট
বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৫ টির, দর কমেছে ৬৮ টির এবং দর অপরিবর্তিত
রয়েছে ৪৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৫১ কোটি ৫২ লাখ ৫৭ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)
ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭২২
পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২০০ টি কোম্পানি ও
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, দর কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে
১৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৭ লাখ ১৬ হাজার টাকা।