ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে
মোট ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৩৭টি
শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বেশি
টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা
গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৪ মে) এদিন প্রভাতী
ইন্স্যুরেন্স লিমিটেড ২৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৬ কোটি
৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫ কোটি ৮০ লাখ টাকার
শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো
হচ্ছে- আমান কটন ফাইবার্স, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি,
বিবিএস কেবলস, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিকো ফার্মা, সিটি ব্যাংক, ডিবিএইচ,
ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, কে অ্যান্ড কিউ, এল.আর গ্লোবাল
মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল
ফিড, এনআরবিসি ব্যাংক, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স,
সায়হাম টেক্সটাইল, সিলকো ফার্মা, সিমটেক্স, সিঙ্গারবিডি, সোনারবাংলা ইন্স্যুরেন্স,
শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড।