দর বৃদ্ধির তালিকায় বীমা খাত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে
১৪১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ডিএসইর দর বৃদ্ধির তালিকার ৯০ শতাংশ বীমা কোম্পানির
দখলে চলে গেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, মঙ্গলবার (৪ মে) দর বৃদ্ধির তালিকার ৯টি বা ৯০ শতাংশ কোম্পানি
বীমা খাতের দখলে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের।
আজ এই কোম্পানিটির শেয়ার দর ৫.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রূপালী লাইফ
ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, ডেল্টা
লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের
৯.৮৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৩
শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৬৫ শতাংশ বেড়েছে।
এছাড়া মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকায়
স্থান করে নিয়েছে।