দর বেড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা
স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি
পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১৬১ বারে ২ লাখ ৯২ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন করেছে। যার
বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের
দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২ বারে ২৯ লাখ ৬১ হাজার ৪৬৬
টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের
দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১১৮ বারে ১ লাখ ১৪ হাজার ৬০ টি শেয়ার
লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ,
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৮৯ শতাংশ,
ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯ দশমিক ৮৩ শতাংশ
ও স্টান্ডার্ড ইন্সুরেন্সের ৯ দশমিক ৬৫ শতাংশ দর বেড়েছে।