১৫৮ কোটি টাকা লেনদেন করে শীর্ষে বেক্সিমকো
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিাবাজার ঢাকা
স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি
লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ১৫৮ কোটি ৭৯ লাখ সাত হাজার
টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটি মোট এক
কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ৪৪২টি শেয়ার হাতবদল করে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে
৮৭.৮০ টাকা দরে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে
উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ৯০ লাখ ৩৮ হাজার ১৭১টি
শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৫২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির
শেয়ার লেনদেন হয়েছে ৫৮.৮০ টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে
উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির মোট এক কোটি ৪৩ লাখ ৪৬ হাজার
৯০০টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৪৯ কোটি ২৪ লাখ চার হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির
শেয়ার লেনদেন হয়েছে ৩৪.৭০ টাকা।
এছাড়াও তালিকায় অন্যান্য কোম্পানি গুলোর
মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স কোম্পানি
লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড,
সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি ফাইন্যান্স লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান
টোবাকো বাংলাদেশ লিমিটেড।