এক ঘণ্টায় লেনদেন ৬১৪ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ১ ঘন্টায় সূচকের পাশাপাশি
বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টায় ডিএসই
ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট
বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, দর কমেছে ১৩২ টির এবং দর অপরিবর্তিত
রয়েছে ৭৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬১৪ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)
ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬০৭
পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৬৪ টি কোম্পানি ও
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, দর কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে
৩৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকা।