ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ফান্ডের লভ্যাংশ প্রেরণ

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত কোম্পানি ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ঘোষিত নগদ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের প্রদান করা হয়েছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ প্রদান করা হয়। সোমবার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, ফান্ডটি গত ২৭ এপ্রিল নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর ইউনিটহোল্ডারদের যেকোনো প্রয়োজনে +৮৮-০২-৯৮৪০৮৬২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য  ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১.৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

 

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৬৮ টাকা। ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.১৬ টাকা।