বিশেষ ফান্ডের খসড়া অনুমোদন করলো বিএসইসি
পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ ফান্ড গঠন
করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ
বিএসইসির নিয়মিত ৭৭২তম কমিশন সভায় এর অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা
গেছে।
সূত্র মতে, কমিশন সভায় Bangladesh
Securities and Exchange Commission ( Capital Market Stabilization Fund ) Rules
, 2021 এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর আগে আইনটি করার জন্য জনমত যাচাই করা হয়েছে।
শীঘ্রই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।