শাইনপুকুরের ১৩০০ শতাংশ আয় বে‌ড়ে‌ছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পা‌নি শাইনপুকুর সিরামিকের রোববার (২ মে)  চলতি হিসাব বছরের তৃতীয় প্রা‌ন্তিক (জানুয়া‌রি-মার্চ, ২০২১) অ‌নিরী‌ক্ষিত আ‌র্থিক প্রতি‌বেদন প্রকাশ ক‌রে‌ছে। প্রকা‌শিত প্রতি‌বেদন অনুযায়ী আ‌লোচ‌্য সম‌য়ে কোম্পা‌নি‌টির শেয়ারপ্রতি আয় বা ই‌পিএস বে‌ড়ে‌ছে। ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (‌ডিএসই) সূ‌ত্রে এসব তথ‌্য জানা গে‌ছে।

 

সূত্র মতে, কোম্পানিটির তৃতীয় প্রা‌ন্তি‌কে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আগের ‌হিসাব বছ‌রের একই সময়ে শেয়ারপ্রাত লোকসান ছিল ০.০৫ টাকা।

 

এদিকে, কোম্পানিটির তৃতীয় প্রা‌ন্তিক মি‌লে বা ৯ মাসে (জুলাই, ২০২০-মার্চ, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। আগের ‌হিসাব বছ‌রে একই সময়ে ইপিএস হয়েছিল ০.০১ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৩ টাকা বা ১৩০০ শতাংশ বেড়েছে।

 

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল‌্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.১০ টাকা।