হাইডেলবার্গ সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ
সিমেন্ট বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা
করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের
সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ জুন সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির
বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে। আর শেয়ারহোল্ডারদের ঘোষিত লভ্যাংশ বিতরণের
জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমিন্বিত
শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৪৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল
৩.৩০ টাকা। সে হিসেবে কোম্পানিটির আগের বছরের তুলনায় লোকসান কমেছে।
২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির
সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএপিএস) দাঁড়িয়েছে ৬৮.১০ টাকা।