আয় বেড়েছে একমি ল্যাবরেটরিজের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১.৬৮ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ০.১৬ টাকা বা ৯ শতাংশ।

 

এদিকে, তিন প্রান্তিক মিলে অর্থাৎ ৯ মাসে (জুলাই, ২০২০-মার্চ, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫.৩৪ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ০.২৫ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।

 

২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৩.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৯০ টাকা।