চরম সংকটে ভারতের পাশে প্যাট কামিন্স
মহামারী নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আজ
অসহায় সমগ্র ভারত। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দৈনিক ছাড়িয়ে যাচ্ছে রেকর্ড। দেশটিতে
করোনার প্রকোপ এতটাই যে, চিকিৎসার অভাবে মরছে মানুষ, মিলছে না অক্সিজেন।
এমন অবস্থাতে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের
বেশ কয়েকটি দেশের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও। যেমনটা অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ভারতের
প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করেছেন বড় অংকের অর্থ। টুইটারে কামিন্স জানান ৫০ হাজার
মার্কিন ডলার অনুদান দেয়ার কথা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ রুপি।
“ভারত এমন একটা
দেশ যাকে আমি বহুবছর ধরে ভালোবাসি। এখানকার যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাঁরা প্রত্যেকেই
যথেষ্ট ভালো মনের মানুষ। আর করোনা মহামারীর কারণে এই দেশে এত বেশি পরিমাণে মানুষজন
প্রাণ হারাচ্ছেন, যা দেখে আমি মর্মাহত হয়েছি।”
দেশটির এই কঠিন পরিস্থিতিতে বাকিদেরও সাহায্য
করার অনুরোধ জানান।
“আমি আমার সতীর্থদেরও
এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছি। গোটা বিশ্বে যাদের মনে ভারতের জন্য সামান্যতমও ভালোবাসা
রয়েছে, তারা এই মহৎ কাজের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন। আমি শুধুমাত্র ৫০হাজার মার্কিন
ডলার দিয়ে শুরুটা করলাম।”
প্যাট কামিন্স বর্তমানে ভারতেই অবস্থান
করছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার জন্যে। কামিন্স ভারতে থাকলেও করোনা
আতংকে তার অজি সতীর্থদের অনেকেই ফিরে গেছেন দেশে।
কামিন্স আরও বলেন, এমন অবস্থায় যেন আইপিএল
স্থগিত করা না হয়। লক ডাউনের এই সময়ে যারা ঘরবন্দি তারা অন্তত খেলা দেখে সময় কাটাতে
পারবে।