এপেক্স ফুটওয়্যারের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ১৬ পয়সা।

 

এদিকে গত ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ৬ টাকা ৩৪ পয়সা।

 

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫২ টাকা ১৩ পয়সা।