তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি২১-মার্চ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড।

 

রোববার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ রানার অটোমোবাইলসের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় হয়েছে ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৫ পয়সা ছিল।

 

এদিকে তৃতীয় প্রান্তিকে এককভাবে রানারের ‌শেয়ার প্রতি আয় হয়েছে ৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ পয়সা ছিল।

 

হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ রানারের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৭৪ পয়সা ছিল।

 

অন্যদিকে তিন প্রান্তিকে এককভাবে রানারের ‌শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪ পয়সা ছিল।

 

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে রানারের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৮৯ পয়সা।