এএফসি এগ্রো দর বৃদ্ধির শীর্ষে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর
মধ্যে ১০২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়র দর সবচেয়ে বেশি বেড়েছে এএফসি এগ্রোর।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, রওববার এএফসি এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। আজ
লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার
দর ১.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এএফসি এগ্রো ডিএসইর টপটেন গেইনার তালিকার
শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধরি তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার
গ্যালভানাইজিংয়ের ৯.৯৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯.৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের
৯.২৩ শতাংশ, এস্কয়ার নিটের ৮.৪৪ শতাংশ, লাফার্জ হোলসিমের ৮.০৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের
৭.৫৮ শতাংশ, এমআই সিমেন্টের ৬.৭৪ শতাংশ, ফাইন ফুডসের ৬.৫৬ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার
দর ৬.১০ শতাংশ বেড়েছে।