আইসিবি লোকসান থেকে মুনাফায় ফিরেছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট
করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ,
২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য
সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। তবে ৯ মাস হিসেবে কোম্পানটি
লোকসান থেকে মুনাফায় ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৬ এপ্রিল) তৃতীয় প্রান্তিকে
আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে
কোম্পানিটির ইপিএস ছিল ১.২৭ টাকা। সেই হিসাবে কোম্পানিটির আয় কমেছে ০.৭৯ টাকা বা ৬২
শতাংশ।
এদিকে ৯ মাসে (জুলাই-মার্চ, ২০২১) কোম্পানিটির
সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির
সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৫৯ টাকা। সেই হিসাবে কোম্পানিটির লোকসান থেকে আয় বেড়েছে
০.৬৬ টাকা বা ১১৭ শতাংশ।
২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির
সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪.৮৬ টাকা। আগের হিসাব
বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৫৪.১০ টাকা।