সিএপিএমআইবিবিএল ফান্ডের ইউনিট দর বাড়ছে
শেয়ারবাজারে
মিউচ্যুয়াল খাতে তালিকাভুক্ত কোম্পানি কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই সিএপিএমআইবিবিএল
ফান্ডের ইউনিটের দাম অস্বাভাবিক বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে
সিএপিএমআইবিবিএল ফান্ডটির সম্পদ ব্যাবস্থাপক সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও
ম্যানেজমেন্ট) কর্তৃপক্ষ।
রোববার
(২৫ এপ্রিল) ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র
মতে, ইউনিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ২০ এপ্রিল সিএপিএমকে
(ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট) চিঠি দিয়েছে ডিএসই। ওই চিঠির
জবাবে, সিএপিএম কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই
তাদের মিউচ্যুযাল ফান্ডের ইউনিটের দাম এভাবে বাড়ছে।
প্রসঙ্গত,
গত ৪ এপ্রিল সিএপিএমআইবিবিএল ফান্ডের ইউনিটের দাম ছিল ১৫.৫০ টাকা। আর ২২ এপ্রিল ফান্ডটির
ইউনিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ২১.১০ টাকায়। ফলে এ ১২ কার্যদিবসে ফান্ডটির ইউনিটের দাম
বেড়েছে ৫.৬০ টাকা বা ৩৬ শতাংশ।