তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ ইবনে সিনার

পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি২১-মার্চ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

সূত্র মতে, শনিবার (২৪ এপ্রিল) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

 

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৩৩ পয়সা।

 

তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (জুলাই২০-মার্চ২১) সমন্বিতভাবে ইবনে সিনার শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৯২ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯ টাকা ৬৩ পয়সা ছিল।

 

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে একক ইপিএস ছিল ২ টাকা ৩৩ পয়সা।

 

তিন প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই২০-ডিসেম্বর২০) এককভাবে ইবনে সিনার শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ১৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯ টাকা ৬৩ পয়সা ছিল।

 

তিন প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪ টাকা ১৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৯ টাকা ৫৪ পয়সা ছিল।

 

৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ০৮ পয়সা।