ডিএসইতে আধা ঘণ্টায় ২০০ কোটি টাকা লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২০১ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের
(ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪৩০ পয়েন্টে।
ডিএসই শরিয়াহ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক কিছুটা
বেড়ে অবস্থান করছে দুই হাজার ৮৩ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২০১ কোটি
৫০ লাখ ৫৩ হাজার টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত
সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির। কমেছে ৯৫টির।
অপরিবর্তিত রয়েছে ৭১ টি কোম্পানির শেয়ারের দর।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
(সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবস
বৃহস্পতিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টির। কমছে
৩১টির। আর দর অপরিবর্তিত আছে ২১টি কোম্পানির শেয়ারের দর।
আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে তিন কোটি ছয় লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা।