পুঁজিবাজার কার্যক্রম আগের নিয়মেই চলবে

দেশে মহামারি নভেল করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন দেওয়ার লক্ষ্যে সরকার আবারও প্রজ্ঞাপণ জারি করে মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে। এই সময়ে সীমিত আকারে খোলা থাকবে ব্যাংকিং কার্যক্রম। এরই আলোকে পুঁজিবাজারও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।


এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, আগের নিয়মেই পুঁজিবাজারের কার্যক্রম চলবে। সরকার ঘোষিত লকডাউনে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এটি কার্যকর থাকবে।


এর আগে আজ মঙ্গলবার কঠোর লকডাউনের সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর পরই সীমিতি পরিসিরে ব্যাংকিং সব ধরণের কার্যক্রম আগামী ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক অনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্যটি নিশ্চিত করেছেন।