গ্রামীণফোনের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর
গ্রামীণফোন এ বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কম মুনাফা দেখিয়েছে।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, গ্রামীণফোন তাদের প্রথম প্রান্তিকে অর্থাত্ জানুয়ারি-মার্চে
প্রতি শেয়ারে ৬ টাকা ৬০ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে ৭ টাকা
৯২ পয়সা।
সে হিসাবে আগের বছরের তুলনায় গ্রামীণফোন
প্রতি শেয়ারে এক টাকা ৩২ পয়সা বা ১৭ শতাংশ কম মুনাফা করেছে।
মুনাফা কমার খবরে গ্রামীণফোনের শেয়ারের
দাম কমেছে। সোমবার ঢাকার পুঁজিবাজারে গ্রামীণফোনের শেয়ার ৩৪৩ টাকা ৯০ পয়সায় লেনদেন
হয়েছিল; মঙ্গলবার সকাল ১১ টা ১০ মিনিটে তা কমে ৩৩৬ টাকা ৯০ পয়সা হয়েছে।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির
শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
২০১৭ অর্থবছরে গ্রামীণফোন মুনাফা করেছিল
দুই হাজার ৭৪২ কোটি ৩০ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ২০ টাকা ৫০ পয়সা।
২০১৮ অর্থবছরে তিন হাজার ৫১৫ কোটি ৯৮ লাখ
টাকা মুনাফা করে প্রতি শেয়ারে লভ্যাংশ দিয়েছে ২৮ টাকা।
২০১৯ অর্থবছরে এ কোম্পানি তিন হাজার ৪৫১
কোটি ৬৭ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১৩ টাকা।
আর ২০২০ অর্থবছরে গ্রামীণফোন তিন হাজার
৭১৮ কোটি ৭৩ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ২৭ টাকা ৫০ পয়সা।
পুঁজিবাজারে এ কোম্পানির ১৩৫ কোটি তিন
লাখ ২২টি শেয়ার আছে। এর মধ্যে ৯০ শতাংশ আছে পরিচালকদের হাতে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে
চার দশমিক ৬২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে তিন দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের
হাতে দুই দশমিক ১৬ শতাংশ শেয়ার আছে।
গ্রামীণফোনের বর্তমান বাজার মূলধন ৪৬ হাজার ৪৩৬ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন এক হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ এক হাজার ৬৯২ কোটি ৫৭ লাখ টাকা।