চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার- ১

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুরে চকলেটের লোভ দেখিয়ে এক কন্যাশিশু (৮) কে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

 

রোববার সদর থানায় ওই শিশুর মা বাদী হয়ে ওই গ্রামের মৃত সামছুল হকের ছেলে জহিরুল (৩৫) কে আসামী করে মামলাটি দায়ের করেন।

 

মামলার বিবরণে জানা যায়, গত শনিবার জহিরুল চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়ির পাশ্ববর্তী একটি ভুট্ট্রাক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে পরে ১০ টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

 

কিন্তু প্রতিবেশী এক শিশু ওই দিন ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত জহিরুলসহ ভুট্ট্রা ক্ষেত থেকে বের হতে দেখেন। বিষয়টি সে তার মাকে জানালে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে তাকে ধর্ষনের চেষ্টার কথা স্বীকার করে।

 

পরে এলাকার লোকজনসহ অভিযুক্ত জহিরুলকে ডেকে জিজ্ঞাসাবাদে সে সত্য কথা না বলে বিভিন্ন রকম কথা বানিয়ে বললে সন্দেহ হলে সরকারি জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে।