ব্যবসায়ের পরিবেশের আরও উন্নয়ন চায় যুক্তরাজ্য

বিশ্ববাজারে বাংলাদেশের তৃতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য যুক্তরাজ্য এদেশে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা দেখছে। দেশটি শিক্ষা খাতসহ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী। তবে এজন্য দেশের ব্যবসা সহায়ক পরিবেশের আরও উন্নয়ন করার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রেজোয়ান রাহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বাংলাদেশের স্বাস্থ্য, উচ্চ শিক্ষা, আর্থিক খাত এবং আর্থিক প্রযুক্তি খাত (ফিনটেক) বৈদেশিক বিনিয়োগের জন্য সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। এদেশে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা কার্যক্রম চালুকরণে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত আগ্রহী। তবে তা নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালার কার্যকর ব্যবহারের আহ্বান জানান তিনি। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে আগামী সপ্তাহ হতে ব্রিটিশ-বাংলাদেশ বাণিজ্য সংলাপ আয়োজনের সম্ভাবনার কথা জানান।

ডিসিসিআই সভাপতি যুক্তরাজ্যকে বাংলাদেশ থেকে আরও বেশি হারে তথ্যপ্রযুক্তি সেবা আমদানির পাশাপাশি বিনিয়োগে বাড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে উভয় দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৩৮৬ কোটি মার্কিন ডলার যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ৩৪৫ কোটি ডলারের আর আমদানি করেছে ৪১ কোটি ডলারের পণ্য। সভায় ডিসিসিআই ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।