শুক্রাণু সংকটের মুখে সুইডেন
তীব্র শুক্রাণু সংকটের মুখে রয়েছে সুইডেন।
করোনার কারণে দাতারা হাসপাতালে যাওয়া বন্ধ করে দেওয়ায় এই সংকট দেখা দিয়েছে। খবর রয়টার্সের
গোথেনবার্গ ইউনিভার্সিটি হাসপাতালের রিপ্রোডাকশন
ইউনিটের প্রধান অ্যান থুরিন বলেন, ‘আমাদের শুক্রাণু
শেষ হওয়ার পথে। গত বছরের মতো এতো কম দাতা আমরা কখনো পাইনি।’
এ ব্যাপারে এক চিকিৎসক বার্তা সংস্থা রয়টার্সকে
জানিয়েছেন, এই সংকটের মানে হচ্ছে, গর্ভধারণে সহায়তার জন্য ছয় থেকে ৩০ মাস পর্যন্ত অপেক্ষা
করতে হতে পারে। সম্ভবত এরচেয়ে দীর্ঘ সময়ও লাগতে পারে।
এলিন বার্গস্ট্যান নামে ২৮ বছরের এক শিক্ষক
বলেন, ‘এটা অত্যন্ত চাপের
যে চিকিৎসার জন্য আমরা সুস্পষ্ট কোনো সময় জানতে পারছি না।’
থুরিন কেজিলবার্গ নামে এক চিকিৎসক বলেন,
‘এটি একটি জাতীয়
বিষয়। গোথেনবার্গ ও মালমোতে শেষ হয়ে গেছে, শিগগিরই স্টকহোমেও শেষ হয়ে যাবে।’ দেশের এই তিনটি
শহর গর্ভধারণ চিকিৎসার জন্য জনপ্রিয়।
তিনি বলেন, ‘আমাদের টেলিভিশনে
প্রচারণা চালাতে হবে এবং তাতে সুইডিশ পুরুষদের সামনে এগিয়ে আসার আহ্বান জানাতে হবে।’