আজ হচ্ছে না জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা
শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সভা স্থগিত করেছে কোম্পানিটি, ফলে আজ হচ্ছে না পরিচালনা পর্ষদ সভা । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা
পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
কোম্পানিটির পর্ষদ সভায় ২০২০ সালের ৩১
ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে
আলোচ্য প্রতিবেদনটি পর্যালোচনা করে অনুমোদন দেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এছাড়া,
আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রদানের ঘোষণা দিতে
পারে কোম্পানি কর্তৃপক্ষ।
একইসঙ্গে ওই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাও প্রকাশ করা হবে।