আগামীকাল থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে
নভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ
প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কঠোর
বিধিনিষেধ চলাকালে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চালু
থাকবে। লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে। আজ বাংলা নববর্ষের ছুটি শেষে
আগামীকাল থেকে যথারীতি লেনদেনে ফিরবে পুঁজিবাজার। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দেশব্যাপী সার্বিক কার্যক্রম ও
চলাচলের ওপর বিধিনিষেধ বলবৎ থাকাকালে ব্যাংকের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশনা জারি
করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তফসিলি
ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা জারি করা হয়। ব্যাংক বন্ধ রাখার ঘোষণা আসার
পর এর সঙ্গে সংগতি রেখে পুঁজিবাজারও বন্ধের ঘোষণা আসে। তবে ব্যাংকিং কার্যক্রম বন্ধ
থাকলে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব ও সাধারণ মানুষের হয়রানির বিষয়টি বিবেচনা করে
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার জন্য বাংলাদেশ
ব্যাংককে চিঠি দেয়া হয়। এরপর বাংলাদেশ ব্যাংক বৈঠক করে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা
পর্যন্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়। আর এ সিদ্ধান্ত আসার পর বিএসইসিও পুঁজিবাজার
খোলার রাখার সিদ্ধান্ত নেয়।