শেয়ার বাজারও খোলা থাকছে
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল
বুধবার ১৪ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক কঠোর
লকডাউনেও’ব্যাংক খোলা রাখার
সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই অবস্থাতে শেয়ারবাজারও খোলা রাখার সিদ্ধান্ত
নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ বিষয়ে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন
আহমেদ বলেন, ব্যাংকিং কার্যক্রম বেলা ১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই আমরা শেয়ারবাজারে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছি।
ফলে বন্ধ হচ্ছে না শেয়ারবাজার। তবে আগামিকাল
১লা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে। এরপরে বৃহস্পতিবার থেকে
যথারীতি শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।