আওয়ামী লীগ ও বিএনপির ওপর মানুষ বিরক্ত: জিএম কাদের
জাতীয়
পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের
মানুষ বিরক্ত। আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায়
দেখতে চায়। দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দু'দলের ওপর মানুষ আস্থা হারিয়ে
ফেলেছে।
জাপার
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার বনানী কার্যালয়ে দলের
কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
তিনি
বলেছেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে তাদের প্রত্যাশা পূরণ
করুক। কারণ, জাতীয় পার্টির শাসনামলে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ ছিল না।
জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন। আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে
আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন জিএম কাদের।
বৈঠকে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও মুজিবুল হক চুন্নু এমপি।
-সমকাল প্রতিবেদক