পূবালী ব্যাংকের সম্পদ পুনর্মূল্যায়ন
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি
পূবালী ব্যাংক তাদের সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। এ সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে
ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানিটির জমি এবং সম্পদ
পুর্নমূল্যায়েনের পর ৫২ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৯৪১ কোটি টাকা কমেছে। পুনর্মূল্যায়নের
আগে জমি এবং সম্পদের মূল্য ছিল ৩১৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৩৩৭ টাকা। পুনর্মূল্যায়নের
পর তা কমে দাঁড়িয়েছে ২৬৫ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৩৯৬ টাকা।
এদিকে কোম্পানি জানিয়েছে, সম্পদ পুনর্মূল্যায়নের
রিপোর্ট ব্যালান্স শিটের রিজার্ভের সঙ্গে সমন্বয় করা হবে।