লিব্রা ইনফিউশনসের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিব্রা ইনফিউশনসের
পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত
আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল সোমবার (১২ এপ্রিল) পরিচালনা পর্ষদ
সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হয়।
কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
করেছে। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস)
হয়েছে ১.০৫ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ৪.৬০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির
শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ টাকা।
উল্লেখ্য, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের
সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৪ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির
বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২
মে।