ইনডেক্স এগ্রো দর কমার শীর্ষে
লেনদেনের প্রথম দিন শেয়ার দর ৫০ শতাংশ
বাড়লেও দ্বিতীয় দিনেই কমেছে ইনডেক্স এগ্রোর শেয়ার দর। আর লেনদেনের তৃতীয় দিন কোম্পানিটির
শেয়ার দর কমে সবার উপরে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা
যায়।
তথ্য মতে, ইনডেক্স এগ্রোর শেয়ার দর প্রথম
দিন ৫০ শতাংশ বেড়েছে ৭৫ টাকায় দাঁড়ায়। দ্বিতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা
কমে ৭২.৪০ টাকায় নেমে যায়। আর তৃতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৮০ শতাংশ
কমে ৬৫.৩০ টাকায় নেমে দাঁড়ায়। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর টপটেন লুজার তালিকার
শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য
কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮.৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৪০ শতাংশ, আরএকে সিরামিকের
৮.২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.০৮ শতাংশ, বিডি থাইয়ের ৮.০৪ শতাংশ, মিরাকলের ৭.৭৮ শতাংশ,
ঢাকা ডাইংয়ের ৭.৫০ শতাংশ, বে লিজিংয়ের ৭.৩৫ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৭.২৮ শতাংশ
কমেছে।