লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির
২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা
করে এসব তথ্য জানা যায়।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২৫ লাখ ৩৯
হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা
লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার
মূল্য ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স
লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ৮ হাজার ৭২১টি শেয়ার
লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো
হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, প্রভাতি ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম,
সামিট পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি
লিমিটেড।